ভিশনঃ বাংলাদেশে প্রথম প্রতিষ্ঠিত ও সর্ববৃহৎ স্যার সলিমুল্লাহ্ মুসলিম এতিমখানাটিকে একটি “ক্যাডেট এতিমখানা” হিসেবে প্রতিষ্ঠিত করা। যেখান থেকে এতিম বালক-বালিকাদের বাংলাদেশ সামরিক বাহিনী, বাংলাদেশ পুলিশ বাহিনীর অফিসার পদে চাকুরী প্রাপ্তির জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা এবং বিভিন্ন পেশা যেমন বিসিএস ক্যাডার তৈরি, সাংবাদিক ও আইনজীবী হিসেবে প্রস্তুত করার লক্ষ্য নিয়ে এতিমখানা বিভিন্ন পরিকল্পনা গ্রহন করেছে।
মিশনঃ
১। বালিক-বালিকাদের পৃথক আধুনিক ২টি আবাসিক ভবন নির্মাণ করা।
২। ক্যাডেট কলেজের ন্যায় একটি দৈনন্দিন রুটিন তৈরি করা।
৩। অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের এতিমখানায় চাকুরী কিংবা অন্যকোন মাধ্যমে সংযুক্ত করা।
৪। ক্যাডেট কলেজের ন্যায় পড়াশোনা ও খাবারের রুটিন তৈরি করা।
৫। ক্যাডেট কলেজের ন্যায় পোশাক সরবরাহ করা।