Drag

৪৮, ৪৮/১ আজিমপুর রোড, ঢাকা- ১২০৫, বাংলাদেশ।

এতিমখানায় দান করুন

সু্যোগ - সুবিধা

ছাত্র-ছাত্রীদের শিক্ষাদান পদ্ধতি

ছাত্র-ছাত্রীদের শিক্ষাদান পদ্ধতি

স্যার সলিমুল্লাহ মুসলিম অরফানেজ সোসাইটির ছেলে-মেয়েদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা ও কারিগরি শিক্ষার ব্যবস্থা রয়েছে। সাধারণ শিক্ষার জন্য প্রতিষ্ঠানের অভ্যন্তরে ২টি স্কুল বিদ্যমান আছে (১) স্যার সলিমুল্লাহ  বালিকা বিদ্যালয় (২) ফরিদ উদ্দিন সিদ্দিকী উচ্চ বিদ্যালয়। ধর্মীয় শিক্ষার জন্য রয়েছে পৃথক পৃথক উচ্চমানের ধর্মীয় শিক্ষক। ভাল ফলাফলের জন্য রয়েছে বিষয় ভিত্তিক প্রাইভেট শিক্ষক। ব্যবস্থাপনায় রয়েছে পর্যায়ক্রমে হোস্টল ইনচার্জ, উপসহকারী তত্ত্বাবধায়ক , সহকারী তত্ত্বাবধায়ক। এছাড়াও নিরাপত্তা প্রহরী দ্বারা ২৪ ঘন্টা কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। দুর্বল শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য কম্পিউটার প্রশিক্ষণ, ইলেকট্রিক্যাল, ওয়েল্ডিং, টেইলারিং, পার্লার প্রশিক্ষণ ও ডাইভিং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের খরচে পরিচালিত হয়। এরপর যারা এস. এস. সি পরীক্ষায় ভাল ফলাফল করে তাদের ঢাকা শহরের যে কোন ব্যয়বহুল নাম করা কলেজে ভর্তি করানো হয় এর জন্য সকল খরচ প্রতিষ্ঠান বহন করে।

ছাত্র-ছাত্রীদের মাঝে খাদ্য বিতরণ

ছাত্র-ছাত্রীদের মাঝে খাদ্য বিতরণ

নিবাসী ছাত্র-ছাত্রীদের খাবার পরিবেশনের জন্য একটি সুষম খাদ্য তালিকা প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকা অনুযায়ী প্রতিদিন নিবাসীদের মানসম্মত খাবার বিতরণ করা হয়। সকালের নাস্তা, দুপুরে ও রাতের খাবার ছাড়াও বিকাল বেলায় নাস্তা প্রদান করা হয়।  খাবার রান্না করার জন্য বাবুর্চি এবং থালাবাটি পরিস্কার করার জন্য সহকারী নিয়োজিত রয়েছে। নিবাসীদের খাবার পরিবেশনের জন্য বালক ও বালিকা বিভাগে আলাদা আলাদা ডাইনিং হলের ব্যবস্থা রয়েছে। বিভিন্ন বিশেষ দিবসে ও শুক্রবারে নিবাসীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।

ছাত্র- ছাত্রীদের স্বাস্থ্য সেবা

ছাত্র- ছাত্রীদের স্বাস্থ্য সেবা

নিবাসী ছাত্র-ছাত্রীদের প্রাথমিক চিকিৎসা প্রদান করতে একজন চিকিৎসা সহকারী সার্বক্ষনিক নিয়োজিত রয়েছে। উন্তন চিকিৎসা নিশ্চিত করতে সরকারী ও বেসরকারী হাসপাতালে বিশেজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র নেয়া হয়। সর্বোচ্চ চিকিৎসেবা নিশ্চিত করতে বর্তমানে এতিমখানা কর্তৃপক্ষ ল্যাব এইড হাসাপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তিপত্র সম্পাদন করেছেন। এছাড়া, পিজি হসপিটাল, ইবনে সিনা, ঢাকা মেডিকেল কলেজ সহ স্বনামধন্য হসপিটালে চিকিৎসা সেবা প্রদান করা হয়

শিক্ষার্থীদের বাসস্থান

শিক্ষার্থীদের বাসস্থান

স্যার সলিমুল্লাহ্ মুসলিম অরফানেজ সোসাইটির ছেলে-মেয়েদের জন্য মনোরম পরিবেশে পৃথক ২টি হোস্টেল রয়েছে। প্রতিটি হোস্টেল সয়ংসম্পূর্ণ ভাবে পরিচালিত হয়। প্রতিটি হোস্টেলে রয়েছে পৃথক, ডাইনিং হল, বিশাল খেলার মাঠ, স্কুল, আধুনিক ওয়াশরুম, গেস্টরুম, স্যালুন, লাইব্রেরী ও ইডোর গেম এর ব্যাবস্থা। প্রতিটি নিবাসীর জন্য আলাদা আলাদা খাট, লেপ, তোষক, কম্বল, বিছানার চাদর, মশারী পড়ার টেবিল, চেয়ার ইত্যাদি প্রতিষ্ঠান হতে সরবরাহ করা হয়। ছোটদের জন্য আয়া ও ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার ব্যবস্থা আছে।

পোশাক

পোশাক

নিবাসীদের উন্নত মানের পোশাক সরবাহ করা হয়।

১। ২টি ঈদে বালকদের পায়জামা, পাঞ্জাবী, শার্ট, প্যান্ট, চামড়ার জুতা ও স্যান্ডেল, টি-শার্ট,  টুপি, লুঙ্গি, গামছা এবং বালিকাদের জন্য থ্রী-পিছ ও স্যালোয়ার, কামিজ, জুতা ও প্রসাধনী সামগ্রী প্রদান করা হয়।

২।  স্কুল ও কলেজের ইউনিফর্ম , জুতা ও ব্যাগ প্রদান করা হয়। 

৩। ০৩ (তিন) মাস অন্তর অন্তর দৈনন্দিন পরিধানের জন্য হাফ প্যান্ট, ট্রাউজার , টি-শার্ট,  থ্রি-পিস, সেন্ডেল, গেঞ্জি ও অন্যান্য পোশাক প্রয়োজনমত সরবরাহ করা হয়।

৪। বালিকাদের সকল অত্যাবশকীয় সামগ্রী প্রদান করা হয়।

নতুন বালক হোস্টেলের ডিজাইন

নতুন বালক হোস্টেলের ডিজাইন

স্যার সলিমুল্লাহ্ মুসলিম অরফানেজ সোসাইটির বালক বিভাগে নতুন একটি আবাসিক ভবন নির্মান করা হবে। সে লক্ষ্যে ডিজাইন ও মাটি পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে। রাজউক কর্তৃক ডিজাইনের অনুমোদন হলেই নির্মান কাজ শুরু করা হবে। ভবনটি নির্মান করতে আনুমানিক ২৫-৩০ কোটি টাকা প্রয়