ছাত্র-ছাত্রীদের শিক্ষাদান পদ্ধতি
স্যার সলিমুল্লাহ মুসলিম অরফানেজ সোসাইটির ছেলে-মেয়েদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা ও কারিগরি শিক্ষার ব্যবস্থা রয়েছে। সাধারণ শিক্ষার জন্য প্রতিষ্ঠানের অভ্যন্তরে ২টি স্কুল বিদ্যমান আছে (১) স্যার সলিমুল্লাহ বালিকা বিদ্যালয় (২) ফরিদ উদ্দিন সিদ্দিকী উচ্চ বিদ্যালয়। ধর্মীয় শিক্ষার জন্য রয়েছে পৃথক পৃথক উচ্চমানের ধর্মীয় শিক্ষক। ভাল ফলাফলের জন্য রয়েছে বিষয় ভিত্তিক প্রাইভেট শিক্ষক। ব্যবস্থাপনায় রয়েছে পর্যায়ক্রমে হোস্টল ইনচার্জ, উপসহকারী তত্ত্বাবধায়ক , সহকারী তত্ত্বাবধায়ক। এছাড়াও নিরাপত্তা প্রহরী দ্বারা ২৪ ঘন্টা কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। দুর্বল শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য কম্পিউটার প্রশিক্ষণ, ইলেকট্রিক্যাল, ওয়েল্ডিং, টেইলারিং, পার্লার প্রশিক্ষণ ও ডাইভিং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের খরচে পরিচালিত হয়। এরপর যারা এস. এস. সি পরীক্ষায় ভাল ফলাফল করে তাদের ঢাকা শহরের যে কোন ব্যয়বহুল নাম করা কলেজে ভর্তি করানো হয় এর জন্য সকল খরচ প্রতিষ্ঠান বহন করে।