গোর-ই-শহীদ মসজিদটি স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার একটি অঙ্গ প্রতিষ্ঠান যা এতিমখানার ক্যাম্পাসে অবস্থিত। ধারণা করা হয় যে, মসজিটি ১৭০০ শতাব্দীতে নির্মিত হয়। মসজিদে এতিমখানার কর্মকর্তা-কর্মচারী ও নিবাসী ছাত্ররা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন। এতিমখানা সংলগ্ন সরকারি কলোনীর বাসিন্দারা এবং এলাকাবাসী মসজিদে নামাজ আদায় করেন। স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার তত্ত্বাবধায়নে পরিচালিত মসজিদে একজন অভিজ্ঞ খতিব কাম ইমাম জনাব মোঃ বায়েজিদ হোসাইন বাদল মোল্লা ( ০১৭৭১৯৯৬০৬৬), একজন মুয়াজ্জিন যুক্ত সানি ইমাম জনাব মোঃ আনোয়ার হোসেন (০১৯১৩৮৪০০১৪) এবং একজন খাদেম জনাব মোঃ সেলিম ( ০১৮১০৫২৫২২০) কর্মরত রয়েছেন।