যোগ্যতাঃ
১। ৬-১২ বছর বয়সের বালক-বালিকা;
২। পিতৃহীন/মাতৃহীন/পিতৃমাতৃহীন যেকোন শিশু;
৩। পিতা-মাতার মধ্যে সম্পর্কচ্ছেদের কারণে যেকোনো একজনের গৃহে অবস্থানকারী শিশু; এবং
৪। অন্যান্য যোগ্যতা ভর্তি কমিটি কর্তৃক নির্ধারিত ।
(১৯৪৪ সালের এতিমখানা ও বিধবা সদন আইনের ধারা-২ এ (৩) এবং সমাজকল্যঅণ মন্ত্রণালয় এর প্রজ্ঞাপন নং-৪১.০০.০০০.০২৩.৩২.০০৯.২১.৩৯২ তারিখ: ১১ জুলাই, ২০২৪ অনুযায়ী)
প্রয়োজনীয় কাগজপত্রঃ
১। অনলাইন জন্মনিবন্ধন সনদ।
২। পিতা অথবা মাতার অনলাইন মৃত্যু নিবন্ধন সনদ অথবা পিতা-মাতার মধ্যে সম্পর্কচ্ছেদের প্রমাণক (যেকোন একটি) ।
৩। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক ইস্যুকৃত নাগরিকত্ব সনদ।
৪। শিশুর সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজে ছবি।
৬। অভিভাবকের ২ কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।